‘অর্থপাচার ইন্ডাস্ট্রি’ নামে খাত করা উচিত: মনোয়ার হোসেন

আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মনোয়ার হোসেন বলেন, দেশ থেকে অর্থপাচার করলে এখন কিছুই হচ্ছে না। যেহেতু অর্থপাচার করলে কোনোকিছু হয়না, তাই এর একটা খাত বের করা উচিত।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে প্যানেল আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশ থেকে অনেক টাকা পাচার হয়ে যাচ্ছে। তবে যারা টাকা পাচার করছে তাদের কিছু হচ্ছে না। তাই অর্থপাচারের একটি খাত বের করা দরকার। এই খাতের নাম দেওয়া উচিত ‘অর্থপাচার ইন্ডাস্ট্রি’।

তিনি আরও বলেন, বিদেশে গেলে আমাদের লজ্জা লাগে। বিভিন্নভাবে অবহেলার স্বীকার হতে হয়। বাংলাদেশ থেকে আমাদের মতো ব্যবসায়ীদের ছাড়া এখানে কেউ আসে না। লক্ষ্যে পৌছাতে গেলে আমাদের ছাড়া সম্ভব না, আর গেলেও অনেক দেরি হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ডিসিসিআই সভাপতি মো. সমীর সাত্তার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস.এম. শোয়েব হোসেন নোবেল।

এতে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মেসবাহ উদ্দিন, মেঘনা গ্রুপের পরিচালক মোহাম্মদ মুশতাক আহমেদ তানভীর, ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরশাদ হক এবং বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এবং আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মানোয়ার হোসেন।

অর্থসূচক/এমএইচ/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.