মস্কোর দিকে ধেয়ে চলা ড্রোন ভূপাতিত করল রাশিয়া

মস্কোর দিকে ছুটে চলা ইউক্রেনের দুটি ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার সামরিক বাহিনী। আজ (বৃহস্পতিবার) সকালে মস্কোর কালুগা অঞ্চল এবং সেন্ট্রাল রিং রোডের কাছে বিস্ফোরক বোঝায় ড্রোন দুটিকে ধ্বংস করা হয়।

মস্কোর মেয়র সেগেই সোবিয়ানিন তার সরকারি টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে এ খবর নিশ্চিত করেছেন। পাশাপাশি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও খবরটি জানিয়েছে।

মেয়র সোবিয়ানিন জানান, স্থানীয় সময় ভোর চারটার দিকে রাশিয়ার সামরিক বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এবং একটি ড্রোন কালুগা অঞ্চলে এবং অন্যটি সেন্ট্রাল রিং রোডের কাছে বিধ্বস্ত হয়।

এদিকে রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, কৃষ্ণ সাগরের আকাশ থেকে আরো নয়টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই সমস্ত সন্ত্রাসী হামলা প্রতিহত করার সময় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে ড্রোন হামলা বাড়ানোর চেষ্টা করছে। তবে রুশ সেনারা যথেষ্ট সতর্কতার সাথে এসব হামলা মোকাবেলা করে চলেছে। পাশাপাশি মাঝেমধ্যে ইউক্রেনের ওপর জোরালো হামলা চালাচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী। পার্সটুডে

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.