লাইটার জাহাজে আগুন: দগ্ধ ৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে লাইটার জাহাজের তেলের ট্যাংকার বিস্ফোরণে আট শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। দগ্ধরা হলেন- মো. রুবেল (৩৮), সোহেল (৩৮), ইমতিয়াজ (৪২), ইমন (৩৫), হুমায়ন কবির (৫৪), রাহাদ (২৫), রাকিব (২৪), নাজমুল (৩৩)।

চিকিৎসকের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান, রুবেলের শরীরের ৪৫ শতাংশ, সোহেলের ৪৫ শতাংশ, ইমতিয়াজের ৩০ শতাংশ, ইমনের ৬৭ শতাংশ, হুমায়ন কবিরের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া প্রাথমিক চিকিৎসা নেওয়া রাহাদের শরীরের ১০ শতাংশ, রাকিবের এক এবং নাজমুলের শরীরের এক শতাংশ দগ্ধ হয়েছে।

এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ওই আগুনের ঘটনা ঘটে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.