নিজেকে বিশ্বকাপ দলে দেখছেন না হাসান

লম্বা সময় ধরেই জাতীয় দলের আশেপাশে নেই হাসান আলী। সবশেষ পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) ছন্দে ছিলেন না ডানহাতি এই পেসার। ফলে পাকিস্তানের ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে যে হাসান থাকবেন না সেটা প্রায় নিশ্চিতই।

শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়রদের নিয়ে পাকিস্তানের দুর্দান্ত পেস ইউনিট। পিএসএল মাতিয়ে জাতীয় দলের রাডারে রয়েছেন জামান খান, ইহসানউল্লাহদের মতো তরুণ পেসাররা। যেখানে কোথাও নেই হাসান। ২০২২ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের শেষ ওয়ানডে খেলেছেন ডানহাতি এই পেসার। এরপর আর জাতীয় দলের আশেপাশেই যেতে পারেননি তিনি।

ক্রিকেট পাকিস্তানকে দেয়া সাক্ষাৎকারে হাসান বলেন, ‘পিসিবির পরিকল্পনায় আমি আছি বলে এ মুহূর্তে মনে হচ্ছে না। সত্যি বলতে কি, আমার মনে হচ্ছে না বিশ্বকাপ দলে আমি থাকব। টুর্নামেন্টটি খুব দ্রুত এগিয়ে আসছে। এই মেগা ইভেন্টের জন্য এরই মধ্যে হয়তো দল চূড়ান্ত হয়ে গেছে। আমাদের হাতে (বিশ্বকাপের আগে) খুব বেশি ওয়ানডে ম্যাচ নেই। এশিয়া কাপের তো এখনো ভেন্যুই অনিশ্চিত। সময় খুব দ্রুত চলে যাচ্ছে।’

ওয়ানডে দলের পাশাপাশি টেস্ট দলেও নেই হাসান। চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেললেও সেটা সুযোগ হয়েছিল রউফের চোটে। হুট করেই তাকে ডেকে নিয়েছিল পিসিবি। তবে হাসান মনে করেন, ‘পাকিস্তানের হয়ে বর্তমানে যে বোলাররা খেলছে, তারা অসাধারণ পারফর্ম করছে। দলে জায়গা পাওয়া তাদের প্রাপ্য। জাতীয় দলে আমি নিজের জায়গা পাওয়ার বিষয়ে অনিশ্চিত। লাল বলের ক্রিকেটেও দলে জায়গা পাব কি না, আমি সে ব্যাপারে নিশ্চিত নই।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.