দেশে আজ সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। শনাক্ত হওয়া ১৫ জনই ঢাকার বাসিন্দা বলে এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় রোগী শনাক্ত ২ দশমিক ৯৬ শতাংশ। এবং সুস্থ হয়েছেন ৬ জন।
দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৮ হাজার ৩১৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৮১৭ জন। আর মারা গেছেন ২৯ হাজার ৪৪৬ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের কথা জানায় সরকার। করোনাভাইরাসের কারণে জারি করা বৈশ্বিক জরুরি অবস্থা গতকাল শুক্রবার প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
অর্থসূচক/ এইচএআই
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.