গ্রেপ্তারের পর জামিন পেয়ে নিজেকে নির্দোষ দাবি ট্রাম্পের

সাবেক পর্নো তারকাকে মুখ বন্ধ রাখতে অর্থ দেওয়ার মামলার শুনানিতে আনা ৩৪টি অভিযোগে সবকটিতেই নিজেকে নির্দোষ দাবি করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷

মঙ্গলবার ম্যানহাটনের ফৌজদারি আদালতে শুনানি অনুষ্ঠিত হয়৷ আগামী ৪ ডিসেম্বর পরবর্তী শুনানির তারিখ ধার্য করে আদালত৷ পরবর্তী শুনানিতে ট্রাম্পকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়৷

তার আগে নিউ ইয়র্কে ম্যানহাটনের ফৌজদারি আদালতে হাজির হওয়ার পর আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেপ্তার দেখানো হয়৷ স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে আদালতে প্রবেশ করেন ট্রাম্প৷ আদালতে প্রায় এক ঘণ্টার মতো উপস্থিত ছিলেন তিনি৷ আর আদালত থেকে বেরিয়ে যাওয়ারা সময় তিনি সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি৷

সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুস দেওয়ার মামলায় আদালতে হাজিরা দিতে নিউইয়র্ক শহরে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট৷ ফ্লোরিডা থেকে ব্যক্তিগত উড়োজাহাজে করে নিউইয়র্কে আসেন ট্রাম্প। বোয়িং ৭৫৭ মডেলের ওই উড়োজাহাজটিতে লেখা তার নামটি ছিল চোখে পড়ার মতো। আড়াই ঘণ্টা পর সেটি নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণ করে।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে নির্বাচনের আগে পর্নো স্টার স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার ডলার ঘুস দিয়েছিলেন ট্রাম্প৷ যৌন সম্পর্কের বিষটি গোপন রাখতেই এই তারকাকে ঘুস দিয়েছিলেন বলে অভিযোগ আসে৷ যদিও সেই পর্নো তারকার সাথে সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন ট্রাম্প৷

ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি৷ এদিকে ট্রাম্পের মামলার শুনানি উপলক্ষ্যে নিউইয়র্ক শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ ট্রাম্প টাওয়ারের এবং আদালতের চারপাশে ব্যারিকেড স্থাপন করেছে পুলিশ৷ আদালতের আশেপাশের কযেকটি রাস্তা বন্ধ করে দেওয়া হবে৷

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস সতর্ক করে দিয়ে বলেন, যে-ই প্রতিবাদের সময় সহিংসতা করবে তাকেই আটক করা হবে৷ সূত্র: ডিডাব্লিউ, সিএনএন, বিবিসি

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.