স্কটল্যান্ডের শীর্ষ পদে মুসলিম নেতা

ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার ঘটনা বড় চমক ছিল৷ এবার স্কটল্যান্ডের ‘ফার্স্ট মিনিস্টার’র পদ গ্রহণ করতে চলেছেন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসাফ৷ বারাক ওবামার পর কেনিয়ার সঙ্গে সম্পর্কিত এই নিয়ে তিনজন নেতা পশ্চিমা বিশ্বের শীর্ষ পদ পেতে চলেছেন৷

ব্রিটেনের অঙ্গরাজ্যের শীর্ষ পদ থেকে নিকোলা স্টার্জেন পদত্যাগ করার পর সোমবার ইউসাফ ক্ষমতাসীন স্কটিশ জাতীয় পার্টি এসএনপি-র প্রধান নির্বাচিত হন৷ মঙ্গলবার আঞ্চলিক সংসদ তাঁকে স্কটল্যান্ডের প্রধান নির্বাহীর পদেও নির্বাচন করতে চলেছে৷ সে ক্ষেত্রে তিনি বুধবার ‘ফার্স্ট মিনিস্টার’ বা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন৷

৩৭ বছর বয়সি ধর্মপ্রাণ মুসলিম ব্যক্তি হিসেবে হামজা ইউসাফ স্কটল্যান্ডের স্বাধীনতাকামী দলের প্রধান হওয়ায় ক্ষমতা হস্তান্তরের ঘটনাটি আন্তর্জাতিক স্থরেও বাড়তি নজর আকর্ষণ করছে৷ এই প্রথম কোনো মুসলিম পশ্চিম ইউরোপের কোনো সরকারের প্রধান হতে চলেছেন৷ প্রায় তিন সপ্তাহ ধরে দলের তিন প্রার্থী সেই পদের জন্য লড়াই করার পর শেষ পর্যন্ত ইউসাফই প্রায় ৫২ শতাংশ ভোট আদায় করতে পেরেছেন৷ স্বাধীনতার প্রশ্নে দ্বিতীয়বার গণভোট আয়োজন নিয়ে দলের মধ্যে কোন্দল ঐক্যে ফাটল ধরিয়েছে৷ জনমত সমীক্ষায় এখনো স্বাধীনতার পক্ষে যথেষ্ট সমর্থনের লক্ষণ পাওয়া না গেলেও উপযুক্ত নেতা স্কটল্যান্ডের মানুষের মধ্যে সেই চেতনা জাগিয়ে তুলতে পারবেন বলে এসএনপি দলের একাংশ মনে করছে৷

পূর্বসূরী স্টার্জনের মতো ইউসাফও ব্রিটেন থেকে স্কটল্যান্ডকে বিচ্ছিন্ন করে স্বাধীন রাষ্ট্র করে তুলতে চান৷ তবে আপাতত লাগামহীন মূল্যবৃদ্ধির প্রবণতায় রাশ টানার কাজকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান তরুণ এই নেতা৷ তিনি বলেন, স্কটল্যান্ডের মানুষের এখনই স্বাধীনতার প্রয়োজন রয়েছে৷ তার প্রজন্মই সেই উদ্যোগ বাস্তবায়ন করবে৷ রূপান্তরকামী মানুষের অধিকার প্রতিষ্ঠারও অঙ্গীকার করেছেন ইউসাফ৷ পাকিস্তানি বাবা ও কেনিয়ার মায়ের সন্তান হিসেবে গ্লাসগো শহরে জন্মগ্রহণ করে তিনি আজ যে জায়গায় পৌঁছতে পেরেছেন, সেই দৃষ্টান্ত এসএনপি দলের আধুনিক স্কটল্যান্ডের স্বপ্নের প্রতিফলন৷ ইউসাফ গোটা স্কটল্যান্ডের নেতা হবার প্রতিশ্রুতি দেন৷

স্কটল্যান্ডের শীর্ষ পদে রদবদল সত্ত্বেও যুক্তরাজ্যের কেন্দ্রীয় নেতৃত্ব স্বাধীনতার প্রশ্নে গণভোটের ক্ষেত্রে অবস্থান বদল করছে না৷ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মুখপাত্র বলেছেন, সরকার অর্থনৈতিক উন্নতিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে৷ বিচ্ছিনতাবাদী প্রয়াস নিয়ে আলোচনার কোনো অবকাশ নেই বলে তিনি ইঙ্গিত দিয়েছেন৷ সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স, এএফপি

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.