সাকিবের হাফ সেঞ্চুরির হ্যাটট্রিক

ব্যাট হাতে ইংল্যান্ড সিরিজটা ভালো কাটেনি তামিম ইকবালের। নিশ্চিতভাবেই আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যর্থতা থেকে বেড়িয়ে আসতে চেয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তবে সেটা পারলেন না বাঁহাতি এই ওপেনার। ইনিংসের তৃতীয় ওভারে মার্ক অ্যাডায়ারের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে থাকা স্টার্লিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৩ রান করা তামিম।

বাঁহাতি এই ওপেনারের বিদায়ের পর জুটি গড়ার চেষ্টা করেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। তবে সেটি বড় করতে দেননি কার্টিস ক্যাম্ফায়ার। পাওয়ার প্লের শেষ ওভারে ক্যাম্ফায়ারের লেংথ ডেলিভারিতে পুশ করতে চেয়েছিলেন লিটন। তবে নিয়ন্ত্রণ না থাকায় টাইমিংয়ে গড়বড় করে স্টার্লিংকে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। ডানহাতি এই ওপেনার এদিন আউট হয়েছেন ২৬ রানে।

এদিকে ভালো শুরুর পর ইনিংস বড় করতে পারেননি শান্ত। অ্যান্ড্রু ম্যাকব্রাইনের অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা বলে বোল্ড হয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। শান্তর ব্যাট থেকে এসেছে ২৬ রান। এদিন ওয়ানডেতে ৭ হাজার পূর্ণ করেছেন সাকিব আল হাসান। ক্যাম্ফায়ারের বলে মিড উইকেটে ঠেলে দিয়ে এক রান নিয়ে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে এমন কীর্তি গড়েন তিনি।

এদিকে শান্তর বিদায়ের পর তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে বাংলাদেশের হাল ধরেন সাকিব। তাদের দুজনের জুটি পঞ্চাশ পেরোনোর পর হাফ সেঞ্চুরি তুলে নেনে সাকিব। ক্যাম্ফাারের বলে এক রান নিয়ে ৬৫ বলে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। তাতে টানা তিন হাফ সেঞ্চুরি করলেন তিনি। আগের দুই ম্যাচে ৭৫ ও ৫৮ রান করেছেন সাকিব।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.