টসে হেরেছে বাংলাদেশ, হৃদয়ের অভিষেক

ইংল্যান্ডের পর এবার প্রতিপক্ষ আয়ারল্যান্ড। লক্ষ্য একটাই সিরিজ জয়। সেই লক্ষ্যে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছে তামিম ইকবালের দল। সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। ফলে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ।

এদিকে হৃদয়ের অভিষেকের দিনে একাদশ থেকে জায়গা হারিয়েছেন আফিফ হোসেন ধ্রুব। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ইয়াসির আলী রাব্বি। এদিকে ম্যাচের আগের দিন অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে ব্যথা পাওয়ায় প্রথম ম্যাচে নেই মেহেদি হাসান মিরাজ।

অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, দ্বিতীয় ওয়ানডেতে থেকে পাওয়া যাবে তাকে। এদিকে এত পরিবর্তনের দিনে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। এদিন টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, তৌহিদ হৃদয়, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন।

আয়ারল্যান্ড: পল স্টার্লিং, স্টিফেন দোহানি, অ্যান্ড্রু বালবির্নি, হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্ফার, লকান টাকার, গ্যারেথ ডেলানি, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, গ্রাহাম হিউম।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.