অর্থপাচার: ডেসটিনির হারুনের জামিনের মেয়াদ বাড়ল

অর্থ আত্মসাৎ ও পাচারের এক মামলায় ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদের জামিনের মেয়াদ ১ বছর বাড়িয়েছেন হাইকোর্ট। এই মামলায় তাকে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার হারুন-অর-রশিদের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত লিজুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট এই আদেশ দেন।

গত বছরের ৩০ আগস্ট এ মামলায় হারুন-অর-রশিদকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। এর আগে ১২ মে ঢাকার ১টি আদালত ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন, ডেসটিনি-২০০০ এর সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদসহ ৪৬ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

এদের মধ্যে রফিকুল আমিনকে ১২ বছর এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদকে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।

২০১৪ সালের ৪ মে বিনিয়োগকারীদের কাছ থেকে ৪ হাজার ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা ২ পৃথক মামলায় ৫১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কর্তৃপক্ষ (দুদক)।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.