ধর্ষণ মামলা: পুনরায় দলে ফিরলেন লামিচানে

সংযুক্ত আরব আমিরাত এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত নেপাল দলে শুরুতে জায়গা হয়নি সন্দীপ লামিচানের। যদিও সতীর্থ শ্যাম মৌসুম ধাকাল কাঁধের ইনজুরিতে পড়ায় কপাল খুলেছে তার। সিরিজের অবশিষ্ট ম্যাচগুলোতে স্কোয়াডে থাকবেন এই স্পিনার।

নিজের নামে ধর্ষণ মামলা আসার পর এই ফেব্রুয়ারিতেই ক্রিকেটে ফিরেন লামিচানে। ঘরের মাঠে নামিবিয়া এবং স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজে নেপাল দলে ফেরেন তিনি। দলে ফেরার পর পারফরম্যান্সও করেন আশানরুপ। গেল ত্রিদেশীয় সিরিজটিতে চার ম্যাচ খেলে ১৩ উইকেট শিকার করেন এই স্পিনার। যদিও লামিচানের ফিরে আসা মেনে নিতে পারেনি স্কটল্যান্ড এবং নামিবিয়ার ক্রিকেট বোর্ড। লামিচানেকে জাতীয় দলে নেয়ার গুঞ্জনের সময়ই প্রতিবাদ জানিয়েছিল এই দুই দেশের ক্রিকেট বোর্ড।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ২৭ ফেব্রুয়ারি শুরু হয়ে যাওয়া এই সিরিজে অবশ্য নেপালের ক্রিকেট বোর্ড চাইলেও যোগ দিতে পারবেন না লামিচানে। এজন্য আইসিসির সবুজ সংকেতের অপেক্ষায় আছেন তিনি।

গত বছরের সেপ্টেম্বরে লামিচানের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন ১৭ বছর বয়সী এক কিশোরী। ভুক্তভোগী অভিযোগ করেন, ভক্ত হিসেবে দেখা করতে যাওয়ার পর কৌশলে সময়ক্ষেপণ করে একপর্যায়ে তাঁকে ধর্ষণ করেন সেই সময়ের নেপাল অধিনায়ক। এরপর আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর লামিচানেকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)।

এর কয়েক দিন পরই তাকে গ্রেপ্তার করে নেপাল পুলিশ। এরপর মামলার রায় না হওয়া পর্যন্ত তাঁকে দেশটির কেন্দ্রীয় কারাগারে রাখার নির্দেশ দেয় আদালত। কিন্তু কিছুদিন আগে ২০ লাখ নেপালি রুপি জরিমানার বিনিময়ে জামিনে মুক্তি পান এই ক্রিকেটার। তার ওপর থেকে ক্রিকেটীয় নিষেধাজ্ঞাও তুলে নেয় এনসিএ। সুযোগ আসে জাতীয় দলে খেলার। নিষেধাজ্ঞা কাটিয়ে নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রিকেটে ফেলেন লামিচানে। সেই ম্যাচে ৬৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই লেগ স্পিনার। নিজেদের দ্বিতীয় ম্যাচেও ৩ উইকেট নিয়েছিলেন তিনি। সেই ম্যাচ শেষে প্রতিবাদস্বরূপ লামিচানের সঙ্গে হাত মেলায়নি স্কটল্যান্ডের ক্রিকেটাররা।

নেপাল স্কোয়াড- রোহিত পোডেল (অধিনায়ক), দিপেন্দ্র সিং আইরি, গায়েন্দ্র মাল্য, আসিফ শেখ (উইকেটরক্ষক), সম্পাল কামি, কারান কেসি, কুশল ভুরতেল, ললিত রাজবংশি, ভিম সার্কি, সন্দীপ জোরা, কুশল মাল্য, সন্দীপ লামিচানে, গুলশান ঝা, আরিফ শেখ, প্রাতিস জিসি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.