দর পতনের শীর্ষে আলহাজ টেক্সটাইল

আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে দর পতনের শীর্ষে রয়েছে আলহাজ টেক্সটাইল।

লেনদেনের অংশ নেয়া ৩১২ টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৭ টির দর বেড়েছে, ৫৭ টির দর কমেছে, ১৪৮ টির দর অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস সোমবার আলহাজ টেক্সটাইলের ক্লোজিং দর ছিল ১৫৬ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ১৫৩ টাকা ৮০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা বা ১.৫৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা ইন্সুরেন্সের ০.৯৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ০.৯৭, সাভার রি- ফ্রাক্টোরিসের ০.৯৬, ফাইন ফুডসের ০.৯৬, এম্বি ফার্মার ০.৯৬, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের ০.৯৬, এ্যালেক্স স্পিনিংয়ের ০.৯৬, সানলাইফ ইন্সুরেন্সের ০.৯৩ এবং শামপুর সুগার মিলস লিমিটেডের ০.৯৩ শতাংশ দর কমেছে।

অর্থসূচক / এইচএআই

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.