কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি শেষ, ৪৬ আসন ফাঁকা

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। তবে আসন ফাঁকা রয়েছে ৪৬টি। খোঁজ নিয়ে জানা গেছে, ‘এ’ ইউনিটে একটি ও ‘বি’ ইউনিটে মোট ৪৫টি আসন ফাঁকা রয়েছে

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী বলেন, ‘গত ২৪ ফেব্রুয়ারি ভর্তি কার্যক্রম শেষ হয়েছে।’ আরও মেধাতালিকা প্রকাশ করা হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘পরবর্তী মিটিংয়ে এই সিদ্ধান্ত নেবেন উপাচার্য স্যার।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘আর কোনও মেধাতালিকা প্রকাশ করা হবে না। কারণ, ক্লাস শুরু হয়েছে জানুয়ারির ২৩ তারিখ। এখনও যদি আমরা ভর্তিই নিতে থাকি, তাহলে সেশনজট হবে। তাই আমরা আর ভর্তি নেব না।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.