ধর্ষণের অভিযোগ: লামিচানের সঙ্গে হাত মেলায়নি ক্রিকেটাররা

নেপালের সব ক্রিকেটারদের লাইনে সবার পেছনে ছিলেন সন্দীপ লামিচানে। স্কটল্যান্ডের ক্রিকেটাররা একে একে তাদের সবার সঙ্গে হাত মেলালেও এড়িয়ে যান লামিচানকে। ডানহাতি এই লেগ স্পিনারের বিপক্ষে থাকা অভিযোগের প্রতিবাদ জানাতেই এমনটা করেছেন স্কটিশ ক্রিকেটাররা।

গত বছরের সেপ্টেম্বরে লামিচানের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন ১৭ বছর বয়সী এক কিশোরী। ভুক্তভোগী অভিযোগ করেন, ভক্ত হিসেবে দেখা করতে যাওয়ার পর কৌশলে সময়ক্ষেপণ করে একপর্যায়ে তাঁকে ধর্ষণ করেন সেই সময়ের নেপাল অধিনায়ক। এরপর আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর লামিচানেকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)।

এর কয়েক দিন পরই তাকে গ্রেপ্তার করে নেপাল পুলিশ। এরপর মামলার রায় না হওয়া পর্যন্ত তাঁকে দেশটির কেন্দ্রীয় কারাগারে রাখার নির্দেশ দেয় আদালত। কিন্তু কিছুদিন আগে ২০ লাখ নেপালি রুপি জরিমানার বিনিময়ে জামিনে মুক্তি পান এই ক্রিকেটার। তার ওপর থেকে ক্রিকেটীয় নিষেধাজ্ঞাও তুলে নেয় এনসিএ। সুযোগ আসে জাতীয় দলে খেলার।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.