নাভিন-গুরবাজদের ছেড়ে দিল বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শুরুর আগেই দুই আফগান ক্রিকেটার রহমানউল্লাহ গুরবাজ ও নাভিন উল হককে দলে ভিড়িয়েছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল। এরই মধ্যে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থেকে তারা প্লে অফ নিশ্চিত করেছে।

এদিকে ইফতেখার আহমেদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়ররা গ্রুপ পর্বের শুরু থেকেই দলটিকে দারুণ সার্ভিস দিয়েছেন। অন্যদিকে গুরবাজ আর নাভিনরা ব্যস্ত ছিলেন আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে। ফলে বরিশালের হয়ে কোনো ম্যাচেই মাঠে নামা হয়নি তাদের। প্লে অফে আর তাদের জন্য অপেক্ষা করবে না বরিশাল। তারা এক বিবৃতিতে জানিয়েছে এই দুই আফগান ক্রিকেটারকে তারা ছেড়ে দিয়েছে।

তারা চাইলে বিপিএলে অন্য যেকোনো দলে খেলতে পারে। এবারের আইএল টি-টোয়েন্টিতে নাভিন ও গুরবাজ খেলছেন একই দলে। অবশ্য টুর্নামেন্টে তাদের দল ভালো করতে পারেনি। ছয় দলের টুর্নামেন্টে সেরা চারে থেকে প্লে অফ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে তাদের দল শারজাহ ওয়ারিয়র্স। ৬ ফেব্রুয়ারিই এই দুই ক্রিকেটারের ব্যস্ততা শেষ। দুবাইতে অবস্থান করা এই দুজন তাই সহজেই পারবেন বাংলাদেশে এসে বিপিএল মাতাতে।

এদিকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নেয়ায় পাকিস্তানি ক্রিকেটারদের প্লে অফে পাবে না বরিশাল। তাদের বিকল্প হিসেবে দলটির সঙ্গে আছেন চতুরাঙ্গা ডি সিলভা, ইব্রাহিম জাদরান ও করিম জানাত। এর বাইরেও বেশ কয়েকজন বিদেশি তারকা ক্রিকেটারের সঙ্গে তাদের কথা চলছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.