ভূমিকম্পে নিহত ১৩০০ ছাড়ালো

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এরই মধ্যে দেশ দুটিতে নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে। কেবল তুরস্কেই ৯০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

তিনি জানান, ৫ হাজার ৩৮৩ জন এখন পর্যন্ত আহত হয়েছেন। এ থেকে বোঝা যাচ্ছে, দেশটিতে হতাহত আরও কতটা বাড়তে পারে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, তুরস্কে প্রতি দশ মিনিটে একজনের মরদেহ উদ্ধার করা হচ্ছে।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত (বাংলাদেশ সময় দুপুর ১টা) ৩২৬ জন নিহতের তথ্য জানিয়েছে।

দেশটির সংবাদ সংস্থা সানা জানায়, ভূমিকম্পে দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ৪২ জন আহতের খবর পাওয়া গেছে।

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপে সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। আর গভীরতা ছিল ১৭ দশমিক ৯ কিলোমিটার। তুরস্কের গাজিয়ানতেপ সিরিয়া সীমান্ত থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে।

ভূমিকম্পে দুই দেশে শত শত বাড়িঘর ধসে পড়ে। এসব ধসে পড়া ভবনে আটকা পড়ে আছে অসংখ্য মানুষ। তুরস্কে উদ্ধারকাজ দ্রুত করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। সেই সঙ্গে তিনি বিরোধী দলগুলোকে এ সময় ঐক্যবদ্ধ হয়ে দুর্যোগ মোকাবিলার আহ্বান জানান।

এরই মধ্যে বিভিন্ন সংস্থা ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজ করছেন।

সূত্র: আল জাজিরা।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.