ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। আজ শেয়ারটির দর ১০ টাকা ৬০ পয়সা বা ৪.৪৯ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার কোম্পানিটি সর্বশেষ ২২৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৬৯৬ বারে ১ লাখ ৩৪ হাজার ১২৮টি শেয়ার লেনদেন করেছে।
ই-জেনারেশন লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ২ টাকা ২০ পয়সা বা ৪.২২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ৪৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
অ্যাডভেন্ট ফার্মা লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৯০ পয়সা বা ৩.৫৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- নাভানা ফার্মা, এডিএন টেলিকম, ইস্টার্ন কেবলস, বিডি মনোস্পুল পেপার, সামিট অ্যালায়েন্স পোর্ট, জেনেক্স ইনফোসিস ও বিডি থাইফুড লিমিটেড।
অর্থসূচক/এসএ/