আবারও মির্জা ফখরুল ও আব্বাসের জামিন আবেদন

গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন চেয়েছেন।

বুধবার বিকেল ৩টার দিকে জামিন আবেদনের শুনানি করবেন বিচারক (অবকাশকালীন) মো. আসাদুজ্জামান ।

তাদের আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ বলেন, পরপর ৩টি তারিখে মুখ্য মহানগর হাকিম আদালত বিভিন্ন কারণে তাদের জামিন নাকচ করে দেওয়ার পর ২ জনই জামিনের আবেদন জমা দিয়েছেন।

নয়াপল্টনে দলটির কার্যালয়ের সামনে সংঘর্ষের একদিন পর ৮ ডিসেম্বর পল্টন মডেল থানায় মামলাটি করা হয়। এই সংঘর্ষে ১ জন নিহত এবং আরও কয়েক জন আহত হয়েছেন। মামলায় গত ৭ ডিসেম্বর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের মোট ৪৫০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পরদিন ঢাকার আদালতে হাজির করা হয়।

৯ ডিসেম্বর ভোররাত ৩টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী ফখরুল ও আব্বাসকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যায়। একই দিন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম ফখরুল ও আব্বাসকে জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠান। নয়াপল্টন এলাকায় পুলিশের ওপর হামলা চালাতে দলের সদস্যদের উসকানি দেওয়ার অভিযোগে ফখরুল ও আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.