পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন শেখ কবির হোসেন ও নুরুল ফজল বুলবুল।
প্রতিষ্ঠানটির ২২তম বার্ষিক সাধারন সভায় (১১ ডিসেম্বর ২০২২) পরিচালনা পর্ষদ আগামী দুই বছরের জন্য তাদেরকে এ পদে পুনরায় নির্বাচিত করে।
সিডিবিএল এর চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপত্বিতে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত ২২তম বার্ষিক সাধারন সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
অন্যান্যদের মধ্যে সিডিবিএলের পরিচালকবৃন্দ এ কে এম নুরুল ফজল বুলবুল, তপন চৌধুরী, আজম জাহাঙ্গীর চৌধুরী, মো. ইউনুসুর রহমান, আসিফ ইব্রাহীম, সাঈদ বেলাল হোসেন, নাসের এজাজ বিজয়, এবং ব্যবস্থপনা পরিচালক ও সিইও শুভঙ্কর কান্তি চৌধুরী, এফসিএ বার্ষিক সাধারন সভায় উপস্থিত ছিলেন।
অর্থসূচক/এমএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.