থ্রিজি-ফোরজি সেবা বন্ধের নির্দেশ বিটিআরসির

আজ সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজশাহীতে থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এদিকে রাজশাহী শহরের মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ।

এ তথ্য নিশ্চিত করে মোবাইল টেলিকম অপারেটর সূত্র জানিয়েছে, রাজশাহীতে আজ সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখতে বিটিআরসি থেকে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির গণসমাবেশের দিন সেখানে মোবাইল ইন্টারনেটে ধীরগতি ছিল। ১৯ নভেম্বর সিলেটে ও ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির গণসমাবেশের দিনও থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখার নির্দেশ দেয় বিটিআরসি। এ ছাড়াও, গত ২২ অক্টোবর বিএনপির সমাবেশের দিন খুলনা সিটি করপোরেশন এলাকায় প্রায় ৫ ঘণ্টা মোবাইল ইন্টারনেটে ধীরগতি ছিল।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.