পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ

পুঁজিবাজারের লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে।

বুধবার (২৩ নভেম্বর) নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।

নতুন সময়সূচি অনুযায়ী, পোস্ট ক্লোজিং সেশন হবে ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত। তবে প্রি ওপেনিং বাতিল করেছে বিএসইসি।

এর আগে গত ১৫ নভেম্বর থেকে পুঁজিবাজারে সকাল ১০ টা ৩০ মিনিট থেকে বিকাল ২টা ৫০ মিনিট পর্যন্ত লেনদেন চলছিলো।

সম্প্রতি ব্যাংক লেনদেনের সময়সূচীতে পরিবর্তন আসায় তার সাথ মিল রেখে পুঁজিবাজারের লেনদেন সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছিলো। বাংলাদেশ ব্যাংক গত ৩ নভেম্বর লেনদেনের নতুন সময়সূচি সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুসারে, ব্যাংকে লেনদেন শুরু হয় সকাল ১০টায়, আর তা বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলে। গত ১৫ নভেম্বরের আগে ব্যাংকে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত লেনদেন হয়েছিলো।

অর্থসূচক/এমএইচ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.