আবারো কোয়ারেন্টাইন হাসপাতাল তৈরি করছে চীন

আবারো করনার সংক্রামণ বাড়ছে চীনে । সেই কারনে চীনের দক্ষিণের শহর গুয়াংঝুতে প্রায় আড়াই লাখ বেডের অস্থায়ী কোয়ারেন্টাইন হাসপাতাল তৈরি করছে তারা । বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এপ্রিলের পর থেকে চীনের বিভিন্ন শহরে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। এগুলোর মধ্যে রাজধানী বেইজিং ও চংকিংয়ের মতো শহরও রয়েছে।

এক কোটি ৯০ লাখ বাসিন্দার শহর গুয়াংঝু বর্তমানে চীনের বৃহত্তম শিল্প শহর। এখানে করোনার দৈনিক সংক্রমণ আট হাজার ৬০০ ছাড়িয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের লকডাউনের বিরুদ্ধে সোমবার রাতে বাসিন্দারা বিক্ষোভ ও ভাঙচুর করেছে।

গুয়াংঝুর কর্মকর্তারা বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে বলেছেন, শহরে দুই লাখ ৪৬ হাজার ৪০৭ শয্যার অস্থায়ী হাসপাতাল ও আইসোলেশন কেন্দ্র দ্রুত নির্মাণ করা হচ্ছে।

কর্মকর্তা ওয়াং বাওসেন বলেছেন, ‘এগুলি অব্যবহৃত হলেও প্রস্তুত থাকা ভাল।’

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.