কাল থেকে পুঁজিবাজারে নতুন সময়ে লেনদেন

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অন্যান্য অফিসের মত পুঁজিবাজারে লেনদেনের সময়সূচীতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে পুঁজিবাজারে সকাল ১০টায় শুরু হবে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,আগামীকাল থেকে সকাল ১০টায় পুঁজিবাজারের লেনদেন শুরু হবে। যা বিরতিহীনভাবে চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত।

প্রি-ওপেনিং সময় সকাল ৯টা ৫৫ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত। আর পোস্ট-ক্লোজিং সময় দুপুর ২টা ২০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।

এর আগে গত ০৮ নভেম্বর বিএসইসি জানিয়েছিল ১৫ নভেম্বর থেকে শেয়ারবাজারের লেনদেন সকাল সাড়ে ১০টায় থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত হবে। আর প্রি-ওপেনিং সময় ১০টা ২৫ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করেছিল। আর পোস্ট-ক্লোজিং সময় নির্ধারণ করা হয়েছিল ২টা ৫০ মিনিট থেকে ৩টা পর্যন্ত।

 

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.