‘টাকা চলে গেলে ফিরিয়ে আনা কঠিন’

উন্নয়নশীল দেশ থেকেই মানি লন্ডারিং হয়। দেশ থেকে একবার টাকা চলে গেলে ফিরিয়ে আনা খুব কঠিন বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাস।

সোমবার (৩১ অক্টোবর) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে।

মাসুদ বিশ্বাস জানান, সন্দেহজনক আর্থিক লেনদেনের সংখ্যা ২০২১-২২ অর্থবছরে ৮ হাজার ৫৭১টি। তবে আগের অর্থবছরে এই লেনদেনের পরিমাণ ছিল ৫ হাজার ২৮০টি। হিসাব অনুযায়ী এক বছরের ব্যবধানে এই লেনদেন বেড়েছে ৬২ দশমিক ৩৩ শতাংশ।

এই কর্মকর্তা বলেন, সুইস ব্যাংকের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। সুইজারল্যান্ডে ২৫০টির বেশি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান সারা বিশ্বে কাজ করছে। মানি লন্ডারিং ঠেকাতে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। ডিজিটাল হুন্ডি রোধে বিএফআইইউ এজেন্ট ব্যবসায়ীদের এজেন্টশিপ বাতিল করছে। এছাড়া মানি এক্সচেঞ্জ হাউজগুলোর বিরুদ্ধেও বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.