প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পেল ইতালি

ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন ডানপন্থি দল ব্রাদার্স অব ইতালির জর্জিয়া মেলোনি৷ শনিবার দেশটির প্রেসিডেন্ট ভবনে শপথ গ্রহণ করেন তিনি৷ এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো ইতালিতে একটি কট্টর ডানপন্থি দল ক্ষমতায় এলো৷ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির ৬৮তম সরকার প্রধান হলেন মেলোনি৷ তার আগে শুক্রবার সন্ধ্যায় মন্ত্রীসভার সদস্যদের নাম ঘোষণা করেন তিনি৷

এদিকে ইতালির নতুন এই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন৷ তার সাথে গঠনমূলক সহযোগিতার আশা প্রকাশ করেন তিনি৷ বলেন, ‘আমরা এই মুহূর্তে যে সমস্যার সম্মুখীন হচ্ছি তা মোকাবিলায় ইতালির নতুন সরকারের সাথে গঠনমূলক সহযোগিতা প্রত্যাশ্যা করছি৷’

সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির ফরচা ইতালিয়া ও মাত্তেও সালভিনির লিগের সঙ্গে জোট বেঁধে গত মাসের জাতীয় নির্বাচনে জয় পায় মেলোনির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী দল ব্রাদার্স অব ইতালি৷

শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে ইতালির প্রতি আস্থাশীল থাকার এবং জাতির বৃহত্তর স্বার্থে কাজ করার অঙ্গীকার করেন মেলোনি৷ তবে চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মেলোনিকে কঠিন সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা৷ এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মন্দার হুমকি, জ্বালানির দাম বৃদ্ধি ও ইউক্রেন যুদ্ধকে ঘিরে তৈরি হওয়া আন্তর্জাতিক রাজনীতির মোকাবিলা৷

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির ক্ষমতায় আসা ডানপন্থি এই দলটি রাষ্ট্র পরিচালনায় অনেক বেশি রক্ষণশীল নীতি গ্রহণ করতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের৷ এর মধ্যে ভূমধ্যসাগার পাড়ি দিয়ে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসনপ্রত্যাশী এবং দেশটিতে থাকা অভিবাসীদের বিষয়টিও রয়েছে৷ নির্বাচনী প্রচারণায় অভিবাসনের বিরুদ্ধে কঠোর হওয়ার আভাস দিয়েছিলেন মেলোনি৷ সূত্র: ডিডাব্লিউ, এপি

অর্থসূচক/ এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.