সাংবাদিক রায়হান চৌধুরী আর নেই

দেশের প্রথিতযশা বিজনেস জার্নালিস্ট রায়হান এম চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ (২২ অক্টোবর) দুপুরে তিনি রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে মারা গেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী ও ২ পুত্র সন্তান রেখে গেছেন।

তিনি লিভার সিরোসিসে আক্তান্ত ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সর্বশেষ তিনি দ্যা ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে সিনিয়র নিউজ কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

রায়হান চৌধুরী জাতীয় প্রেসক্লাব, ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য। তিনি ছিলেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম এর সাবেক উপদেষ্টা।

আজ বিকাল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেসক্লাবে বিকাল ৫ টায় তার দ্বিতীয় জানাজা হবে।

তার মৃত্যুতে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) সভাপতি শারমিন রিনভী ও সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক আবু আলী গভীর শোক প্রকাশ করেছেন।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.