অস্ট্রেলিয়াকে বিশাল লক্ষ্য দিল নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে শক্তিশালী অসিদের বিপক্ষেই সুপার টুয়েলভের প্রথম ম্যাচে বিশাল সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড। ফিন অ্যালান-ডেভন কনওয়েদের ব্যাটিং ঝড়ে অস্ট্রেলিয়াকে ২০১ রানের বিশাল লক্ষ্য দিয়েছে কেইন উইলিয়ামসনের দল।

শনিবার সুপার টুয়েলভের গ্রুপ ‘এ’ এর ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২০০ রান করেছে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৯২ রান করেছেন কনওয়ে।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ব্যাটিংয়ে নেমে বিধ্বংসী চেহারায় হাজির হন ফিন অ্যালেন। একের পর এক বল সীমানাছাড়া করতে থাকেন। ছিল ফিফটির সুযোগও।

মিচেল স্টার্কের প্রথম ওভারেই ১৪ রান নেন অ্যালান। পরের দুই ওভারে তুলোধুনো করেন জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্সকে। অ্যালান ঝড়ে মাত্র ৪ ওভারে ৫৬ রান তোলে কিউইরা। পঞ্চম ওভারে অ্যালান তাণ্ডব থামান হ্যাজেলউড। অসি তারকার ইয়র্কারে ভাঙে অ্যালানের স্টাম্প। ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় মাত্র ১৬ বলে ৪২ রান করে ফেরেন কিউই ওপেনার।

অ্যালান ফেরার কিউইদের দ্বিতীয় জুটিও থিতু হয়ে যায়। কনওয়ের সঙ্গে জুটি বেধে ৬৯ রানের চমৎকার জুটি উপহার দেন উইলিয়ামসন। এই জুটিতেই মূলত লড়াইয়ের ভিত পেয়ে যায় নিউজিল্যান্ড। জুড়ি গড়ে ২৩ বলে উইলিয়ামসন খেলেন ২৩ রানের ইনিংস খেলে আউট হন উইলিয়ামসন। অধিনায়ক ফিরলেও থিতু ছিলেন কনওয়ে। তাঁর ব্যাটে চড়েই বড় পুঁজি পায় কিউইরা। মাত্র ৫৮ বলে ৭টি বাউন্ডারি ও ২টি ছক্কায় ৯২রানের ইনিংস খেলেন কনওয়ে। শেষ দিকে নেমে জিমি নিশাম করেন ২৬ রান।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.