বিএসএফের গুলিতে মৃত্যুর ৫ দিন পর মিললো লাশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বলদিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি মুনতাজ হোসেনের (৩২) লাশ পাঁচ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

শুক্রবার (১৪ অক্টোবর) রাতে সীমান্তের ৮১ নম্বর মেইন পিলারের জিরো লাইনে পতাকা বৈঠকের পর বিজিবির কাছে তারা মুনতাজের লাশ হস্তান্তর করে। পতাকা বৈঠকে ৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মাহবুবুর রহমান বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন। বিএসএফের পক্ষে ৫৪ বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার বিমল কুমার উপস্থিত ছিলেন।

মুনতাজ দামুড়হুদা উপজেলার দর্শনা ছোট বলদিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক বলেন, শুক্রবার রাতে আমরা লাশ বুঝে পেয়েছি। পরে মুনতাজের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে দুই দফা চিঠি দিয়ে নিন্দা জানানো হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাতে ভারতের ৫৪ বিএসএফ বিজয়পুর ক্যাম্প সদস্যরা বাংলাদেশের বড় বলদিয়া সীমান্ত বরাবর বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এতে সীমান্তের কাঁটাতারের ওপারে বাংলাদেশি মুনতাজ প্রাণ হারান। পরে বিএসএফ সদস্যরা লাশ উদ্ধার করে নিয়ে যায়।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.