উদ্ভাবনী ও প্রযুক্তি নির্ভর অ্যাপস-এ স্টার্টআপ ঋণ সুবিধা দিলো এনসিসি ব্যাংক

এনসিসি ব্যাংক লি. সম্প্রতি স্মার্ট মোবাইল “চাইল্ড মোড অ্যাপস” এর জন্য স্টার্টআপ প্রযুক্তি নির্ভর উদ্যোক্তা প্রতিষ্ঠান নীলেক্স লিঃ’কে নিজস্ব স্টার্টআপ তহবিল থেকে স্বল্প সুদে ১৫ লক্ষ টাকার ঋণ সুবিধা প্রদান করেছে।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ নীলেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান এর কাছে ১৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।

এসময়, এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লাহ খান, ভিপি ও সিএমএসএমই বিভাগ প্রধান মো. সোলায়মান-আল-রাজী, তথ্য প্রযুক্তি বিভাগের (ডিজিটাল ফাইন্যন্সিয়াল সার্ভিস) ভিপি মো. সাজ্জাদুল ইসলাম, সিএমএসএমই বিভাগের এসএভিপি খালেদ আফজাল রহিম এবং রাজশাহী শাখার ব্যবস্থাপক মো. সাজ্জাদুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ব্যাংকিং সেক্টরে এনসিসি ব্যাংকই প্রথম এর নিজস্ব স্টার্টআপ উদ্যোগ “নবীন” এর মাধ্যমে স্টার্টআপ উদ্যোক্তাদের উদ্ভাবণী সেবাসমূহের জন্য সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদান করে আসছে।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.