ব্যাংক খাতে বাড়ছে নারী কর্মকর্তা

দেশের বিভিন্ন খাতে নারীদের অবদান বাড়ছে। ব্যাংক খাতেও পিছিয়ে নেই তারা। বর্তমানে ব্যাংকে কর্মরত মোট কর্মীর ১৬ দশমিক ২৮ শতাংশই নারী। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, জুন শেষে ব্যাংক খাতে নারী কর্মকর্তার সংখ্যা ৩১ হাজার ৫৪৮ জন। তবে ২০২১ সালের ডিসেম্বর শেষে এ সংখ্যা ছিল ৩০ হাজার ১৪১ জনে। সুতরাং ছয় মাসে ব্যাংক খাতে নারী কর্মীর সংখ্যা বেড়েছে ১ হাজার ৪০৭ জন। অন্যদিকে পুরুষ কর্মীর সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৮৭৮ থেকে বেড়ে ১ লাখ ৬২ হাজার ১৯৪-তে পৌঁছেছে।

আরও জানা যায়, চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে বোর্ডসদস্য হিসেবে নারীর অংশগ্রহণের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ। এর মধ্যে বিদেশি বাণিজ্যিক ব্যাংকে নারী বোর্ডসদস্যের অংশগ্রহণের হার সবচেয়ে বেশি, ১৫ দশমিক ৯১ শতাংশ। বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংকে নারী বোর্ডসদস্যের অংশগ্রহণের হার সবচেয়ে কম, ৪ শতাংশ।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, ব্যাংক খাতে নারীর অংশগ্রহণ প্রারম্ভিক পর্যায়ে বেশি। কারণ ব্যাংকের উচ্চপর্যায়ে ৯ দশমিক ৫৫ শতাংশ, মধ্যবর্তী ১৫ দশমিক ৮৩ ও প্রারম্ভিক পর্যায়ে ১৬ দশমিক ৮৬ শতাংশ নারী কর্মকর্তা কাজ করছেন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.