আগস্টে রেকর্ড সাড়ে ৯ শতাংশ মূল্যস্ফীতি, সেপ্টেম্বরে ৯.১

মহামারি করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টায় যখন বিশ্ব। ঠিক সেই সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। মহামারি ও যুদ্ধের নেতিবাচক প্রভাব বিশ্ব অর্থনীতিতে। যুদ্ধে অস্থির বিশ্বের প্রভাব পড়েছে দেশের মূল্যস্ফীতিতে।

গত ১২ বছরের মধ্যে আগস্টে মূল্যস্ফীতি বেড়ে রেকর্ড সাড়ে ৯ শতাংশে দাঁড়ায়। তবে আগস্টে সাড়ে ৯ শতাংশ মূল্যস্ফীতি হলেও সেপ্টেম্বরে মূল্যস্ফীতির লাগাম টানা সম্ভব হয়েছে। সেপ্টেম্বর মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ১ শতাংশ। ফলে অক্টোবর মাসেও মূল্যস্ফীতি ব্যাপকভাবে কমবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির প্রভাবে জুলাই মাসে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ। অথচ আগস্ট মাসে তা বেড়ে হয় সাড়ে ৯ শতাংশ। তবে সেপ্টেম্বর মাসে তা কমে ৯ দশমিক ১ শতাংশ হয়েছে। ২০১০-১১ অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৯২ শতাংশ। এরপর এই সূচক আর ৯ শতাংশের ওপরে উঠেনি।

মূল্যস্ফীতি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমছে। গত মাসে (আগস্ট) বেড়েছিল। মূল্যস্ফীতির পাগলা ঘোড়ার লাগাম টানা সম্ভব হয়েছে। সামনে মূল্যস্ফীতির হার আরও কমবে। এখন সয়াবিন তেলের দামও কমছে। নতুন ফসল ঘরে উঠবে। জ্বালানি তেলের ধাক্কার ফলে সারা পৃথিবীতে এখন সব পণ্যের দাম বাড়তি। তবে আমাদের সরকার প্রধান নানা পদক্ষেপ নেওয়ায় এর সুফল মিলছে।

এদিকে সেপ্টেম্বর মাস চলে গেলেও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আনুষ্ঠানিকভাবে আগস্ট মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেনি। সাধারণত নতুন মাসের প্রথম সপ্তাহেই আগের মাসের মূল্যস্ফীতির তথ্য তৈরি করে বিবিএস। সেই ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে মূল্যস্ফীতির তথ্য তৈরি করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয় বিবিএস। কিন্তু সরকারের উচ্চপর্যায়ের ‘সবুজ সংকেত’ পাওয়া যায়নি। ফলে মূল্যস্ফীতির আগস্ট মাসের তথ্য প্রকাশ করেনি পরিকল্পনা মন্ত্রণালয় বা পরিসংখ্যান ব্যুরো। এরমধ্যে সেপ্টেম্বর মাসও শেষ হয়ে গেছে।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন বলেন, মূল্যস্ফীতির তথ্য গতকাল মন্ত্রী মহোদয়ের কাছে পাঠিয়েছি। এখনও আমাদের কাছে ফাইল ফেরত আসেনি। সুতরাং এটা অনুমোদন না হয়ে আসলে কিছু বলতে পারবো না।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.