ঢাকার বড় অংশ এখনো অন্ধকারে

দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়ের ধাক্কা এখনো কাটেনি। দেশের কয়েকটি জেলা ও রাজধানী ঢাকার কিছু এলাকায় বিদ্যুৎ এলেও বড় অংশ এখনো অন্ধকারে।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে দেশের বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। থমকে যায় স্বাভাবিক জীবন ধারা। যেসব অফিস, কারখানা ও মার্কেটে জেনারেটর আছে, সেগুলো বিকাল পর্যন্ত সচল থাকলেও ধীরে ধীরে সব বন্ধ হয়ে যেতে থাকে। অন্ধকারে তলিয়ে যেতে থাকে বিভিন্ন এলাকা। বিদ্যুতের অভাবে হসাপাতালের অপারেশন, এটিএম বুথে লেনদেন, এমনকি মোবাইল ফোনের সার্ভিসেও অচলাবস্থা দেখা দেয়। পাওয়ার গ্রিড কোম্পানির কর্মীদের দীর্ঘ চেষ্টায় রাত ৮টার দিকে ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ চালু হতে থাকে বিভিন্ন এলাকায়।
রাত সাড়ে ৯টায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত রাজধানীর মিরপুর, মগবাজার, মাদারটেক, রামপুরা, গুলশান, উলন, বসুন্ধরা, ধানমন্ডি, আফতাবনগর, বনশ্রী, আদাবর, শেরেবাংলা নগর, তেজগাঁও, মিন্টু রোড, মতিঝিল, শ্যামপুর, পাগলা, পোস্তগোলাসহ বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। তবে বাকী অংশ এখনো বিদ্যুৎহীন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.