জাপানের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। জাপানের উত্তর অংশের উপর দিয়ে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে জাপানের উত্তরাঞ্চলের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানানো হয় এবং সাময়িকভাবে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার সকালে উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা নিশ্চিত করেছে। গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়া কোনো ক্ষেপণাস্ত্র ছুড়লো।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিপস অব স্টাফের প্রধান বলেন, পরীক্ষার ধরণ দেখে মনে হয়েছে এটি মধ্যপাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা উত্তর কোরিয়ার জাগাং প্রদেশ থেকে উৎক্ষেপণ করা হয়েছে। এই প্রদেশ থেকে উত্তর কোরিয়া সাম্প্রতিকালে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

জাপান সরকার জানিয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি জাপানের ভূখণ্ড পেরিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। খবর- পার্সটুডের

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.