ইউক্রেনের ৪ অঞ্চল অন্তর্ভুক্তির চুক্তি দুমায় তুললেন পুতিন

ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্তকরণ বিষয়ক চুক্তিকে জাতীয় সংসদের অনুমোদনের জন্য দুমায় পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিম্ন কক্ষে চুক্তিটি অনুমোদিত হলে ইউক্রেনের ওই চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার চূড়ান্ত প্রক্রিয়া শেষ করবে।

রাশিয়ার বার্তা সংস্থা ইতার তাস জানিয়েছে, পুতিন চুক্তিটি দুমায় উত্থাপন করেন। আজ এটি দুমায় পর্যালোচনা করা হবে এবং আগামীকাল উচ্চ কক্ষ ফেডারেশন কাউন্সিলে পর্যালোচনার জন্য পাঠানো হবে।

গত শুক্রবার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে একীভূত করার ডিগ্রিতে সই করেন। এর আগে এসব অঞ্চলে গণভোট হয়। তবে ইউক্রেন এবং তার পশ্চিমারা এই গণভোটকে ভুয়া বলে আখ্যায়িত করেছে। কারণ রাশিয়া জোরপূর্বক এ সমস্ত অঞ্চলকে দখল করেছে।

এ ছাড়া মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের নয় সদস্য দেশ বলেছে, তারা এই গণভোটকে স্বীকৃতি দেয়নি এবং কখনো দেবেও না। খবর- পার্সটুডের

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.