৭০ রানে অলআউট বাংলাদেশ

পাকিস্তানের শক্তিশালী বোলিং লাইনআপের বিপক্ষে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৩ রানে ৩ উইকেট হারানোর পর নিগার সুলতানা জ্যোতি এবং সালমা খাতুন খানিকটা চেষ্টা করলেও শুরুর ধাক্কা সামলে উঠতে পারেনি স্বাগতিকরা। তাতে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৭০ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে ৪৯ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হওয়া শামিমা সুলতানা এদিন ফিরেছেন প্রথম ওভারেই। দিয়ানা বেগের বোল্ড হয়ে এক রানে সাজঘরে ফেরেন শামিমা। পরের ওভারের শেষ বলে আউট হয়েছেন আরেক ওপেনার ফারজানা হক পিংকি।

স্পিনার সাদিয়া ইকবালকে উইকেট দিয়ে এসেছেন ডানহাতি এই ব্যাটার। চারে নেমে মাত্র ১ রানে আউট হয়েছেন রুমানা আহমেদ। ৩ রানে ৩ উইকেট হারানোর পর নিগার সুলতানা ও লতা মন্ডল মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। তবে তাদের জুটি বড় হতে দেননি নিদা দার। লেগ বিফোরের ফাঁদে পড়ে লড়া ফিরেছেন ১২ রানে।

লতার ফেরার পর দ্রুতই আউট হয়েছেন নিগার সুলতানা। নিদার বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ার আগে ১৭ রান করেছেন বাংলাদেশের অধিনায়ক। শেষ দিকে সালমা খাতুনের অপরাজিত ২৪ রানের সুবাদে ৭০ রানের পুঁজি পায় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন দিয়ানা ও নিদা।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.