আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচিতেও পরিবর্তন

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আগামীকাল বুধবার থেকে আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মঙ্গলবার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ আগস্ট ২০২২ তারিখের স্মারক নং- ০৫.০০.০০০০.১৭৩.০৮.০০৪.১০-১৮২ এর নির্দেশনার অনুবর্তনে আগামী ২৪ আগস্ট হতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাংলাদেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। রোববার থেকে বৃহষ্পতিবার পর্যন্ত এই সময়সূচি অনুযায়ী কার্যক্রম চলবে। আগের নিয়ম অনুযায়ী, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে বিবেচনা করা হবে।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮ (ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

অর্থসূচক/এমএস/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.