চলতি সপ্তাহে ৭ কলেজের ‘ক’ ইউনিটের ফল প্রকাশ

এইচএম ইমরান হোসাইন: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত (ঢাবি) সরকারি সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহেই প্রকাশিত হবে বলে জানিয়েছেন পরীক্ষা কমিটি।

পরীক্ষা কমিটি জানিয়েছেন, গতকাল পরীক্ষা শেষ হওয়ার পর ফল প্রকাশের প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। চলতি সপ্তাহের সোমবার অথবা মঙ্গলবার যেকোনো দিন বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশের লক্ষ্যে কাজ করছে কমিটি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. আবদুস সামাদ জানান, ইতিমধ্যেই ফল প্রকাশের কাজ শুরু করে দেওয়া হয়েছে। আশা করছি চলতি সপ্তাহের যেকোন দিন বিজ্ঞান বিভাগের ফলাফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, শুক্রবার (১২ আগস্ট) রাজধানীর ১৪টি কেন্দ্রে ৭ কলেজের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার বিজ্ঞান ইউনিটে ৬ হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৯ হাজার ৫১৭টি। পরীক্ষায় আবেদনকারী ৮৫ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.