দেড় কোটির বেশি শেয়ার উপহার দেবে আল-আরাফাহ ব্যাংকের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা মোহাম্মদ হারুন ১ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার শেয়ার হস্তান্তর করবে। এই উদ্যোক্তা তার পুত্র আনোয়ার হোসেনকে লেনদেন সিস্টেমের বাইরে যেয়ে উপহার হিসাবে শেয়ারগুলো হস্তান্তর করবে।

ডিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সূত্র জানায়, মোহাম্মদ হারুনের কাছে কোম্পানির মোট ২ কোটি ১৪ লাখ ২২ হাজার ২২৪টি শেয়ার আছে। এর মধ্যে থেকে ১ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার ২২৪টি শেয়ার পুত্র আনোয়ার হোসেনকে (জেনারেল শেয়ারহোল্ডার) উপহার হিসাবে দেবে।

আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর করবে মোহাম্মদ হারুন।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.