১১টি মিসাইল ছুড়েছে চীন: তাইওয়ান

তাইওয়ানের জলসীমায় বৃহত্তর ব্যালাস্টিক মিসাইল ছুড়েছে চীন। যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে ঘিরে চীনের সামরিক হুমকির অংশ হিসেবে চীন পরিক্ষামূলকভাবে ১১টি ক্ষেপণাস্ত্র ছুড়ে।

বৃহস্পতিবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এনডিটিভি।

চীনা টার্গেটকৃত ক্ষেপণাস্ত্রগুলো তাইওয়ানের দক্ষিণ, পূর্ব এবং উত্তর উপকূলীয় জলসীমার কাছে আঘাত হানে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মাতসু দ্বীপের কাছ থেকে এসব শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মিসাইলগুলো কোন দিক থেকে ছুড়া হয়েছে সেটা এখনো অস্পষ্ট। অতীতে চীন এ দ্বীপটির (তাইওয়ান) উপর দিয়ে কখনো এমন হামলা করেনি। চীনের এ ধরনের আগ্রাসী হামলা দু’দেশের মধ্যে যুদ্ধ উস্কে দিতে পারে।

দেশটির রাজধানী তাইপে পেলোসির সফরকে ঘিরে আজ সকাল থেকে তাইওয়ানের আশপাশে সামরিক মহড়া শুরু করেছে বেইজিং। দেশটির এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তাইওয়ান।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.