ভারতের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট চলছে

ভারতের ১৫তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সোমবার (১৮ জুলাই) অনুষ্ঠিত এই নির্বাচনে লড়ছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু ও বিরোধী দলের যশবন্ত সিনহা।

নির্বাচন কমিশনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামী ২১ জুলাই ভোট গণনা হবে। নতুন প্রেসিডেন্ট শপথ নেবেন ২৫ জুলাই। প্রেসিডেন্ট নির্বাচনে ৪ হাজার ৮০০ জন সংসদ সদস্য ও বিধায়ক ভোট দেবেন।

এদিকে, বিজেপি প্রত্যাশা করছে, ক্ষমতাসীন দলের নির্বাচিত প্রতিনিধি দ্রৌপদী মুর্মু অন্তত ৬২ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। অন্যদিকে, তৃণমূল জানিয়েছে বিরোধী দলগুলোর প্রেসিডেন্ট পদপ্রার্থী যশবন্ত সিনহা যেন বিরোধীদের সব ভোট পান সেই ব্যবস্থা করেছেন তারা।

উল্লেখ্য, ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয় না। সংসদ সদস্য ও বিধায়করা ভোট দেন ব্যালটে। এটি তাদের প্রথম ও দ্বিতীয় পছন্দ বলে জানান।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.