গাজীপুরে উড়ালসড়কে দুর্ঘটনায় নিহত ৩

গাজীপুরের কোনাবাড়ীতে উড়ালসড়কের ওপর প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় আরও চার জন আহত হয়েছেন।

নিহতরা হলেন– মানিকগঞ্জের বাসিন্দা রাজু মিয়া (৩০), রংপুরের বাসিন্দা মোটরসাইকেল চালক শাহীন (৩২) এবং তার বন্ধু শামীম (৩১)। আহতদের মধ্যে রয়েছে রাজুর আড়াই বছর বয়সী মেয়ে রাইসা।

নিহতরা কোনাবাড়ী কলেজগেট এলাকার একটি বাড়িতে পাশাপাশি ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন।

জানা গেছে, মোটরসাইকেলটি উল্টো পথে উড়ালসড়ক দিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। নতুন বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সে সময় উড়ালসড়কের ওপর থেকে শাহীন ও শামীম ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। রাজু ও তার মেয়ে রাইসা আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পোশাকশ্রমিক শাহীন, শামীম ও রাজুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আড়াই বছরের রাইসাকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.