শীর্ষ টেকসই ব্যাংকের স্বীকৃতি পেলো সাউথইস্ট ব্যাংক

সাউথইস্ট ব্যাংক লিমিটেডকে শীর্ষ টেকসই ব্যাংকের স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ফজলে কবির সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেনের নিকট স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান ও আবু ফরাহ মোঃ নাছের, নির্বাহী পরিচালক নুরুন নাহার এবং পরিচালক খোন্দকার মোরশেদ মিল্লাত উপস্থিত ছিলেন।

টেকসই অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, সবুজ প্রকল্পে অর্থায়ন ও টেকসই কোর ব্যাংকিং-এই চারটি সূচকের ওপর ভিত্তি করে এই মান যাচাই করা হয়েছে। “সাস্টেইনেবল রেটিং ২০২১” এ শীর্ষ দশে থাকায় সাউথইস্ট ব্যাংক এ অ্যাওয়ার্ড লাভ করে।

অর্থসূচক/এইচডি/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.