কাভার্ডভ্যানের চাপায় নিহত বেড়ে ৫

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণহীন কাভার্ডভ্যানের চাপায় নিহত বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরোও অন্তত ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে দুর্ঘটনার পর চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে একজন মারা গেছেন। নিহতরা হলেন- রায়পুরার মিঠাবনহাটি এলাকার সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া (৩০), একই উপজেলার মির্জাপুর এলাকার ফজর আলীর ছেলে ফারুক (৪৫) এবং নিলকুটি এলাকার সাইদ মিয়ার ছেলে মোছাকিন মিয়া (৩০), মাহমুদাবাদ সরকার বাড়ির জনাব আলীর ছেলে বাচ্চু মিয়া (৫৬) ও ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে শাজাহান মিয়া (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মাহমুদাবাদ বাজারে ঢুকে পড়ে। এ সময় বেশকিছু দোকান ও অটোরিকশা চাপা দেয়। এতে বাজারে থাকা পথচারী ফারুক, বাচ্চু ও মোছাকিন ঘটনাস্থলেই মারা যান। ভৈরবে হাসপাতালে নেওয়ার পর রিপনের মৃত্যু হয়। ঢাকায় নেওয়ার পথে মাধবদী এলাকায় মারা যান শাজাহান। এ ঘটনায় আহত চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভৈরব হাইওয়ে পুলিশ পরিদর্শক ওসি মোজাম্মেল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনা ঘটেছে। কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.