বিনিয়োগকারীরা শীঘ্রই অমীমাংসিত নগদ লভ্যাংশ পাবে: সিএমএসএফ

বিনিয়োগকারীদের অমীমাংসিত নগদ এবং স্টক লভ্যাংশের দাবি নিষ্পত্তি করতে কার্যকারি নির্দেশিকা অনুমোদন করেছে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেইশন ফান্ড (সিএমএসএফ)।

বুধবার (২৯ জুন) বিকেলে মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জ বোর্ড রুমে, সিএমএসএফের ২৩ তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়।

জানা গেছে, অমিমাংসিত নগদ লভ্যাংশের দাবি জানিয়েছে ১শ ৪১ জন বিনিয়োগকারী। এর মধ্যে ১শ ১৩ জনের দাবি পূরণ হলেও রয়ে গেছে আরো ২৮ জনের অমিমাংশিত দাবি। তাদের দাবিগুলোও মেটানো হবে বলে আশ্বাস দিয়েছেন সিএমএসএফ। এ লক্ষ্যে সিএমএসএফ কার্যকারি নির্দেশিকা অনুমোদন করে পুনঃমূল্যায়ণের জন্য বিএসইসি’র কাছে পাঠিয়েছেন।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও সিএমএসএফের চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, বিএসইসি’র অনুমোদন পেলেই বিনিয়োগকারীদের অমিমাংসিত নগদ লভ্যাংশের বিষয়টি শীঘ্রই সমাধান হতে পারে।

এর আগে, চলতি বছরের ১৫ মার্চ রাজধানীর এক হোটেলে সিএমএসএফ আনুষ্ঠানিকভাবে বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের উপস্থিতিতে বিনিয়োগকারীদের দাবিগুলো মিমাংসা করা শুরু করে।

সিএমএসএফের সক্রিয় কর্মতৎপরতায় এখনো পর্যন্ত ১শ ১৩ জন বিনিয়োগকারী তাদের দাবিকৃত নগদ লভ্যাংশ পেয়ে যায়। তবে আরো ২৮ জন বিনিয়োগকারীর তাদের দাবি মিমাংসিত করতে পারেন নি।

সিএমএসএফ বিধিমালা অনুযায়ী কোনো বিনিয়োগকারী সিএমএসএফ ফান্ডে টাকা স্থানান্তরের পর যদি নগদ লভ্যাংশ দাবি করে, তাহলে ১৫ দিনের মধ্যে ইস্যুয়ার কোম্পানি সেই দাবির সত্যতা যাচাই করে তা সিএমএসএফকে পাঠাবে। সিএমএসএফও তা যাচাই-বাছাই করে ইলেকট্রনিক ফান্ডের মাধ্যমে দাবিকৃত অর্থ গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে।

অর্থসূচক/এইচডি/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.