৩০০ উইকেটের মাইলফলক ছুঁতে চান রোচ

ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ক্রিকেটে তিনশ উইকেট নিতে চান কেমার রোচ। আরও অন্তত দুই থেকে তিন বছর এই ফরম্যাটে খেলতে চান তিনি। এরই মাঝে ২৪৯টি উইকেট শিকার করেছেন ৩৩ বছর বয়সী এই পেসার।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ক্রিকেটে তিন শতাধিক উইকেট পেয়েছেন কেবল চার জন বোলার। তারা হলেন কোর্টনি ওয়ালশ (৫১৯ উইকেট), স্যার কার্টলি অ্যামব্রোস (৪০৫), ম্যালকম মার্শাল (৩৭৬) ও ল্যান্স গিবস (৩০৯)।

এই কিংবদন্তিদের ভিড়ে জায়গা করে নিতে চান রোচ। বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজে শুরুর দিকে খেলার কথা ছিল না রোচের। কিন্তু ইনজুরি কাটিয়ে শেষমুহূর্তে ঠিকই দলে জায়গা করে নেন রোচ। অ্যান্টিগা টেস্টে নেন সাত উইকেট।

নিজের লক্ষ্য নিয়ে রোচ বলেন, ‘আমি তিনশ টেস্ট উইকেট পেতে চাই। এখন আমার উইকেট সংখ্যা ২৪৯। এখনও আমার মাঝে ২-৩ বছরের ক্রিকেট বাকি আছে। আমি পরিসংখ্যানে অনেক চোখ রাখি। আমার নিজের পরিসংখ্যান ভালোবাসি। আমি প্রতিরাতেই নিজের পরিসংখ্যান দেখি। আমি যদি না-ও খেলি, তাহলেও আমার পরিসংখ্যান দেখি। আর তাই কিংবদন্তিদের কাতারে জায়গা করে নিতে ভালোই লাগবে। যেভাবে আমি ক্যারিয়ার শুরু করেছি, তা নিয়ে আমি গর্বিত।’

৭২ টেস্ট ম্যাচে ১৩০ ইনিংসে বোলিং করেছেন রোচ। ক্যারিয়ারে পাঁচ উইকেটের দেখা পেয়েছেন দশ বার। দশ উইকেটের দেখা পেয়েছেন একবার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডেতে ১২৫ ও টি-টোয়েন্টিতে ১০ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.