ভ্যাট প্রত্যাহারে থ্রি হুইলারের উৎপাদন খরচ কমবে

নতুন অর্থবছরের বাজেটে ফোরস্ট্রোক থ্রি হুইলার বা তিন চাকার এই যানবাহনের স্থানীয় উৎপাদন পর্যায়ে থাকা ৫ শতাংশের বেশি ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি কাঁচামাল ও যন্ত্রাংশ আমদানিতেও কর ছাড় দেওয়া হয়েছে। এতে যানবাহনটির উৎপাদন খরচ কমবে।

এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রজ্ঞাপনে বলা হয়েছে, থ্রি হুইলারের স্থানীয় উৎপাদন পর্যায়ে ৫ শতাংশের অতিরিক্ত যে ভ্যাট আছে তা প্রত্যাহার করা হলো। একই সঙ্গে থ্রি হুইলার তৈরিতে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ ও খুচরা যন্ত্রাংশ আমদানিতে থাকা সব ভ্যাট, আগাম কর ও সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হলো। তবে এজন্য এ খাতের উৎপাদকদের বেশকিছু শর্ত মানতে হবে।

থ্রি হুইলার বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠছে। গ্রামাঞ্চলে সড়ক অবকাঠামো উন্নয়ন হওয়ায় শহরের পাশাপাশি গ্রামেও চলছে এই তিন চাকার যান। এতে দেশে যাতে পণ্যটির উৎপাদন খরচ কম হয়, সেজন্য সরকার এ উদ্যোগ নিয়েছে।

অর্থসূচক/এইচডি/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.