শিক্ষক হেনস্তার প্রতিবাদে তিতুমীর কলেজ শিক্ষকদের মানববন্ধন

মামুনূর রহমান হৃদয়, তিতুমীর কলেজ থেকে: গফরগাঁও সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণের উপর সন্ত্রাসী হামলা এবং কটূক্তির প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন করেছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষকগণ।

রোববার ( ১২ ই জুন ) বেলা ১১টার দিকে কলেজ প্রাঙ্গনে এ কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা বলেন, বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ওপর এমন ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। মানুষ গড়ার কারিগর, যারা জাতির মেরুদণ্ড তাদের ওপর এমন সন্ত্রাসী হামলা অত্যন্ত কষ্টদায়ক।

তিনি আরও বলেন, আমরা চাই আমাদের সন্তানেরা সুশিক্ষায় গড়ে উঠুক। এর জন্য আমরা প্রত্যেক শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষার্থীদের মা-বাবা যদি সন্তানদের মূল্যবোধ শেখাই, তাহলে আমার মনে হয় সন্তানেরা সুশিক্ষায় গড়ে উঠবে এবং জাতির ভবিষ্যত উজ্জ্বল হবে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.