এলডিসি থেকে উত্তরণে বিএফটিআই ও ওইসিডির বৈঠক

 

এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জসমূহ চিহ্নিতকরন ও দেশের শীর্ষ ১২টি রপ্তানীখাতের টেকসই উন্নয়নের উদ্দেশ্যে একটি রোডম্যাপ তৈরি করছে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)।

রোডম্যাপটি গবেষণা করার জন্য নাম দেওয়া হয়েছে “প্রিপারেশন অব সেক্টর-স্পেসিফিক ট্রেইড রোডম্যাপস ফর ওভারকামিং দ্য চ্যালেঞ্জেস” এবং প্রোডাকশন ট্রান্সফর্মেশন পলিসি রিভিউ (পিটিপিআর)।

মঙ্গলবার (২৪ মে) বিএফটিআই-এর সম্মেলন কক্ষে এ নিয়ে অর্গানাইজেশন ফর ইকনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) এর সাথে এক বৈঠক করেন।

এ সময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফটিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জাফর উদ্দীন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওইসিডি-এর বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন অর্থনীতিবিদ ড্যানিয়েল রবার্ট গে।

এ আলোচনা সভায় সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাগণ, ব্যবসায়িক সমিতি ও সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় আলোচকগন ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশনের সম্ভাব্য প্রভাব এবং এ থেকে উত্তরণের কৌশল বিষয়ে মতবিনিময় করেন।

অর্থসূচক/এইচডি

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.