১১ বছর পর টি-টোয়েন্টি ব্লাস্টে পোলার্ড

এক দশকেরও বেশি সময় পর ইংলিশ কাউন্টি ক্রিকেটে ফিরছেন কাইরন পোলার্ড। স্বদেশি সুনীল নারাইনের সঙ্গে এই মৌসুমে একই দলে খেলবেন তিনি। সর্বশেষ ২০১০-১১ মৌসুমে সমারসেটের হয়ে খেলেছিলেন পোলার্ড। ১১ বছর পর ভাইটালিটি ব্লাস্টে এবার নতুন দল সারের হয়ে মাঠ মাতাবেন তিনি।

শুক্রবার (২০ মে) পোলার্ডের সঙ্গে চুক্তির ব্যাপারটি নিশ্চিত করে সারে। আশা করা যাচ্ছে, ৩১ মে কিয়া ওভালে গ্লুচেষ্টারশায়ারের বিপক্ষে নতুন ক্লাবের হয়ে তার অভিষেক হবে। সারের এক সংবাদ মাধ্যমে পোলার্ড বলেছেন, ‘দীর্ঘদিন পর আমি কাউন্টি ক্রিকেট খেলব এবং সারের হয়ে এই বছর খেলে ভাইটালিটি ব্লাস্টে ফিরতে খুবই রোমাঞ্চিত। কিয়া ওভাল খেলার জন্য বিশেষ ভেন্যু, বিশেষ করে যখন তা দর্শকপূর্ণ থাকে।‘

২০০৩ সালে প্রথমবারের মতো শুরু হয় ভাইটালিটি ব্লাস্ট টুর্নামেন্ট। উদ্বোধনী মৌসুমেই শিরোপা জেতে সারে। এরপর আর কোনো শিরোপা জেতা হয়নি ইংলিশ এই ক্লাবটির। এমনকি গত বছর নকআউট স্টেজে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়। তবে এবারের শিরোপা জেতার অন্যতম দাবিদার ধরা হচ্ছে ইংলিশ এই ক্লাবটিকে।

ক্যারিবীয় এই অলরাউন্ডার আরও বলেন, ‘সারে দলটি প্রতিভায় পরিপূর্ণ এবং শিরোপা জয় অনেক চ্যালেঞ্জিং হবে। আমি আশা করি, আমার অভিজ্ঞতা এ বছর ক্লাবের সফলতা অর্জনে গুরুত্বপূর্ণ উপাদান হবে।’

পোলার্ডকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে সারে ক্লাবও। তার অলরাউন্ড নৈপুন্য স্কোয়াডে বিশাল পার্থক্য করে দেবে বলে মনে করেন ক্লাবটির ডিরেক্ট অব ক্রিকেট অ্যালেক স্টুয়ার্ট। তিনি বলেন, ‘আমরা কাইরনকে (পোলার্ড) ক্লাবে আনতে পারে খুব উচ্ছ্বসিত। তার স্কিল অসাধারণ এবং অভিজ্ঞতাও রয়েছে সর্বোচ্চ পর্যায়ের। তার অলরাউন্ড নৈপুন্য স্কোয়াডে বিশাল পার্থক্য গড়ে দেবে।’

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.