মূল্যস্ফীতি বেড়ে ১৮ মাসে সর্বোচ্চ

দেশে খাদ্য দ্রব্য ও খাদ্য বহির্ভুত জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়ছে। তাতে এপ্রিল মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬.২৯ শতাংশ। যা গত ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২০ সালের অক্টোবর মাসে সর্বোচ্চ ৬ দশমিক ৪৪ শতাংশের রেকর্ড হয়।

বুধবার (১৮ মে) সন্ধ্যায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো- বিবিএস এই তথ্য প্রকাশ করেছে।

তবে দেশে মূল্যস্ফীতির প্রকৃত হার ৮ শতাংশের বেশি হবে বলে সম্প্রতি দেশখ্যাত একাধিক অর্থনীতিবিদ অভিমত দিয়েছেন।

এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি বাড়লেও খাদ্য মূল্যস্ফীতি মার্চ মাসের চেয়ে কমেছে বলে বিবিএস এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও আলোচিত সময়ে দেশে ভোজ্যতেলসহ প্রায় প্রতিটি খাদ্য পণ্যের মূল্য ছিল উর্ধমুখী।

মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ২২ শতাংশ।  অন্যদিকে গত বছর (২০২১) এপ্রিল মাসে এই হার ছিল ৫ দশমিক ৫৭ শতাংশ।

এপ্রিলে, খাদ্য মূল্যস্ফীতি আগের মাসের ৬ দশমিক ৩৯ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ২৪ শতাংশে।

বিবিএসের মতে, খাদ্যবহির্ভুত খাতে মূল্যস্ফীতি ৩৫ বেসিস পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৯ পয়েন্টে। যা মার্চ মাসে ছিল ৬ দশমিক ০৪ পয়েন্ট।

বিবিএস বলছে, এপ্রিল মাসে শহরাঞ্চলের তুলনায় গ্রামীণ এলাকার মানুষ বেশি পরিমাণে মূল্যস্ফীতির শিকার হয়েছেন। এ সময়ে গ্রামীণ এলাকায় সাধারণ মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৫৯ শতাংশ যেখানে শহরাঞ্চলে ছিল ৫.৭৫ শতাংশ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.